মাওলানা আহমদ হোসাইন’র সভাপতিত্বে, মাওলানা জারুল্লাহ’র উপস্থাপনায়, (১৮ নভেম্বর) সোমবার বাদ এশা খশির আব্দুল্লাহপুর জামে মসজিদে, ইমাম উলামা ঐক্য পরিষদ নামে সংগঠন করার লক্ষে সভায় আহবায়ক কমিটি গঠন করা হয়।
মাওঃ আহমদ হোসাইন খতিব খশির সড়কভাংনী জামে মসজিদের ইমামকে প্রধান করে আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন।
মাওঃ আবু তায়্যিব (নাজিম) জামেয়া দারুস্সুন্নাহ মোহাম্মদীয়া বৈঃবাঃ মাদ্রাসা।
মাওঃ জারুল্লাহ ইমাম ও খতিব বৈরাগীবাজার কেন্দ্রীয় জামে মসজিদ।
মাওঃ নাজিম উদ্দীন ইমাম ও খতিব খশির আব্দুল্লাহপুর কেন্দ্রীয় জামে মসজিদ।
মাওঃ জামিল আহমদ ইমাম ও খতিব মনাইশাহ জামে মসজিদ খশির নয়াবাড়ী।
সদস্যবৃন্দ মাওঃ আজির উদ্দীন, হাফিজ মনসুর আলম, মাওঃ আবুল হাসনাত, মাওঃ জিয়াউর রহমান, মাওঃ শিব্বির আহমদ, মাওঃ খালেদ আহমদ, মাওঃ, দেলোয়ার হোসাইন, হাফিজ মাওঃ বাহা উদ্দিন, মাওঃ তৈয়বুর রহমান,মাওঃ আব্দুর রব।