
হাজারো সংঙ্কা আর উত্তেজনায় নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের কাউন্সিলকে উপলক্ষ করে পুরো উপজেলায় সাজসাজ রব পড়েছে।
গভীর রাত অবধি পদ-পদবী প্রত্যাশী নেতারা কাউন্সিলারের বাড়ি বাড়ি যাচ্ছেন। দফায়-দফায় বৈঠক করে কাউন্সিল বৈতরণী পার হতে নেতারা কৌশল নির্ধারণ করছেন।
একদিন আগে হয়ে যাওয়া গোলাপগন্জ উপজেলার সম্মেলন বন্ডুল হওয়ার পরও বিয়ানীবাজার উপজেলার সম্মেলন নিয়ে অনেকেই আশাবাদি ।
বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের কাউন্সিলে সভাপতি পদে প্রতিদ্বন্ধিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন
বর্তমান সভাপতি আব্দুল হাছিব মনিয়া, সাধারণ সম্পাদক আতাউর রহমান খান, সাংগঠনিক সম্পাদক নজমুল ইসলাম ও চারখাই ইউপি চেয়ারম্যান মাহমদ আলী।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করবেন বর্তমান সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক হারুনুর রশীদ দিপু, দফতর সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, ভাইস চেয়ারম্যান জামাল হোসেন ও আওয়ামীলীগ নেতা সেলিম আহমদ।
সম্মেলন ঘিরে নেতৃত্ব নির্বাচনে প্রস্তুত উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৩৬৩জন কাউন্সিলার।
জেলা নেতৃবৃন্দ আরো ১৫জন কাউন্সিলার মনোনীত করবেন।