
নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কমুখী একটি হোটেল স্যুটের ভাড়া শুনলে চমকে যাবেন আপনি !!!!
পার্ক হায়াতের নিউ ম্যানহাটন স্কাই স্যুটটির এক সপ্তাহের ভাড়া সাড়ে তিন লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় তিন কোটি টাকা। এক রাতের খরচ পড়ছে ৫০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪২ লাখ টাকার) চেয়েও বেশি।
জানা যায়, বুধবার চালু হওয়া স্যুটটি গড়ে তোলা হয়েছে ৪২০০ বর্গফুট জায়গার ওপরে। ৫৯তলার সমান উঁচুতে এই স্যুটটিতে থাকছে তিনটি বেডরুম।

স্যুটটিতে রেইন শাওয়ার এবং সোকিং টিউবসহ তিনটিরও বেশি বাথের সুবিধা আছে। আছে একটি প্রাইভেট এলিভেটরও।
১০ সিটের একটি ডাইনিং রুম, সকালের নাস্তার জন্য দুর্দান্ত একটি জায়গা, বিশাল একটি ফুল কিচেন যে কারও মাথা ঘুরিয়ে দেবে। ফ্লোর থেকে ছাদ পর্যন্ত আছে উইন্ডো শোকেস। আকর্ষণীয় ফায়ার প্লেসও মন নেবে কেড়ে যে কারও।
পার্ক হায়াত হোটেলের ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল ম্যানেজার পিটার রোথ বলেন, ‘নিউইয়র্ক সিটির হোটেলগুলো বৈচিত্র্যময় স্যুটের জন্য বিখ্যাত। কিন্তু সেন্ট্রাল পার্কমুখী এত উঁচুতে এমন অভিজাত স্যুট একেবারেই নতুন।