
স্পোর্টস নিউজ: অবশেষে দেশী কোচদের গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজিগুলো। যদিও বিসিবি আগে জানিয়ে ছিলো, অংশ নেওয়া দলগুলোতে বিদেশী কোচরা থাকবেন। এনিয়ে অনেক সমালোচনা হয়ে ছিলো।
সাত দলের বিপিএলে ইতিমধ্যে দু’টি দল কোচ নিশ্চিত করেছে। ঢাকা নওয়াব কোচ হিসেবে নিয়োগ দিয়েছে মোহাম্মদ সালাউদ্দিনকে। সিলট থান্ডার্স কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ঘরো ক্রিকেটের সফল কোচ সারওয়ার ইমরানকে।
বঙ্গবন্ধু বিপিএল টি-২০’র প্লেয়ার ড্রাফট আগামিকাল অনুষ্টিত হবে। এইরই মধ্যে দেশী-বিদেশী ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে আয়োজকরা। যাতে দেশী প্রায় আড়াই শতাধিক ক্রিকেটার আছেন। শতাধিক বিদেশী ক্রিকেটারও আছেন তালিকায়। প্লেয়ার ড্রাফটের মাধ্যমে রোববার আনুষ্ঠানিকভাবে শুরু হবে আসন্ন বিপিএলের পথচলা। আনুষ্ঠানিকভাবে পথচলা সেদিন থেকে শুরু হলেও, দলগুলো এবং তাঁদের কোচিং স্টাফ চূড়ান্ত প্রায় সবকিছু। তবে ড্রাফটসের সময়ই জানা যাবে সব।
কিন্তু এর আগে অনানুষ্ঠানিক ভাবেই অনেক কিছুই ভাসছে বাতাসে। কারা হচ্ছেন বিপিএলের কোচ কিংবা ডিরেক্টর। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন অনেক নামি-দামি কোচেরা আবেদন করেছে বিপিএলে। শোনা গিয়েছিল বেশ কিছু নামও। তবে শেষ পর্যন্ত কতজন নামি-দামি কোচ কাজ করবেন সেটা নিয়ে ধোঁয়াশা থাকছেই।
কারণ, দেশি কোচদের দিকেই আগ্রহ দলগুলোর। বিশেষ করে দলগুলোর স্পন্সর প্রতিষ্ঠানরা দেশিদের দিকেই ঝুঁকছে বেশি। জানা গেছে, আলোচনায় আছে কয়েকজন দেশি কোচের নাম। তবে জোর আলোচনা চলছে দু’জনকে ঘিরে। একজন মোহাম্মদ সালাউদ্দিন এবং অপরজন সরোয়ার ইমরান। এবার জানা গেলো এই দু’জনকে বেছে নিয়ে ঢাকা এবং সিলেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০/সূত্র-সমকাল