প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে। এতে বিয়ানীবাজার উপজেলা থেকে অংশ নিচ্ছে ৫ হাজার ৩১৫ জন শিক্ষার্থী।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবার বিয়ানীবাজার উপজেলার ২২টি কেন্দ্রে প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে প্রাথমিকে ৪ হাজার ৭৯২ জন এবং ইবতেদায়ীতে ৫শত ২৩জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন।
রোববার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় প্রথম পরীক্ষা। সময় ৩ ঘণ্টা। তবে বিশেষ চাহিদার পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বেশি রাখা হয়েছে। ছয়টি বিষয়ের প্রতিটি পরীক্ষা ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে।
এ দিকে কুড়ারবাজার ইউনিয়নের, বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক ও ইবতেদায়ীর শিক্ষা সমাপনী পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।পরিক্ষার্থীদের অভিভাবক নিয়ে এসেছেন। বিদ্যালয়ের বাইরে অভিভাবকদের ছাত্র ছাত্রীদের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।
উলেখ্য বৈরাগীবাজার সিনিয়র আলীম মাদ্রাসার পরিক্ষার কেন্দ্র বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয়ে।