বিয়ানীবাজার উপজেলায়, কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগীবাজার ইসলামী সমাজ কল্যাণ পরিষদ’র ব্যতিক্রমী উদ্যোগ, প্রবাসীদের আর্থিক অর্থায়নে, ছাত্র/ছাত্রীদের নামাযে উদ্বুদ্ধ করণের লক্ষে, একাদ্বারে ৪০ দিন জামাতের সাথে নামায আদায় এবং নামাযের জরুরী মাস’য়ালা বিষয়ক সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠান আজ (১৫ নভেম্বর) শুক্রবার বিকাল ৩ ঘটিকায় বৈরাগীবাজার পুরাতন মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মহি উদ্দিন ও কামরুল ইসলাম।

সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল হক’র সভাপতিত্বে, আব্দুল্লাহ আল মামুন’র উপস্থাপনায়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এএফএম আবু তাহের চেয়ারম্যান কুড়ারবাজার ইউ/পি। বিশেষ অতিথি ছিলেন জিয়াউল ইসলাম মাষ্টার, ডা. আব্দুর রহমান, আবুল হাসানাত ভারপ্রাপ্ত অধ্যক্ষ বৈরাগীবাজার আইডিয়াল কলেজ, তুতিউর রহমান তুতা, ইউ/পি সদস্য নজমুল হক, তইবুর রহমান, মাওলানা আব্দুর রহমান, মাওলানা বদরুল আমিন।

সংগঠনের ভারপ্রাপ্ত সম্পাদক মাসুম আহমদ স্বাগত বক্তব্য শেষ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউ/পি সদস্য নজমুল হক, তুতিউর রহমান তুতা, তয়বুর রহমান, ডা. আব্দুর রহমান, আবুল হাসানাত, জিয়াউল ইসলাম মাষ্টার, প্রধান অতিথি এএফএম আবু তাহের চেয়ারম্যান কুড়ারবাজার ইউ/পি, সভাপতি মাওলানা আব্দুল হক।

পুরুস্কার বিজয়ীরা হলেন মো: মাহেদুল ইসলাম, একটি বাইসাইকেল, সুলতান মাহমুদ তাকী একটি বাইসাইকেল, ইয়াসমিন আক্তার তমা একটি সেলাই মেশিন, আছমা জাহান রামিশা একটি সেলাই মেশিন, মনিরা বেগম মনি একটি সেলাই মেশিন, ছামিয় হোসেন নুহা একটি সেলাই মেশিন, তাহিনা আক্তার একটি টেবিল ফ্যান, নাজমিন আক্তার দিপা একটি টেবিল ফ্যান, সাদিকে রহমান একটি টেবিল ফ্যান, ছায়া বেগম একটি টেবিল ফ্যান, কিবরিয়া একটি টেবিল ফ্যান, জুনেদ আহমদ শরিফ একটি টেবিল ফ্যান, মো: রাকিব আহমদ মাহফুজ একটি ফ্যান, মোছা: ঝর্ণা আক্তার ছামা একটি হটপট, মো: ফয়ছল হোসেন একটি হটপট, জান্নাতুল ফেরদৌস একটি হটপট, মো: সাইফুর রহমান একটি হটপট, মোছা: সামছিয়া আক্তার একটি হটপট। প্রত্যেক পুরুস্কারের সাথে বাংলা তরযমা সহ কুরআন শরিফ দেওয়া হয়। পাঁচটা সেলাই মেশিন, সাতটি টেবিল ফ্যান, দুইটি বাইসাইকেল, পাঁচটি হটপট, ১৯ টি কুরআন শরীফ পুরুস্কার বিতরন করেন করেন সংগঠনের দায়ীত্বশীলরা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিব্বির আহমদ, ফয়েজ আহমদ, হোসেন আহমদ, জায়েদ আহমদ, মনসুর আলম, জাকারিয়া আহমদ পাবেল, সোহাগ আহমদ, রুহুল আমিন, তোফায়েল অজিত, আমিনুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান শেষে আগত অতিথিবৃন্দ বিজিতদের হাতে পুরুস্কার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *