
সিলেটের শহরতলী টুকেরবাজারে আগুন লেগে অন্তত সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার (১৭ নভেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে বাজারের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা যায়,
রোববার দুপুরে এলাকার একটি তুলার গোডাউনে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে সে আগুন দ্রুত সময়ের মধ্যে পাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। এসময় সেই তুলার গোডাউনের পাশের মোট সাতটি দোকান পুড়ে যায়।
দোকানগুলো সেমিপাকা হওয়ায় খুব দ্রুত সময়ের মধ্যে আগুনে দোকানের মালামাল পুড়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লাগার ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা অনুমান করতেছেন ।