ভারতে শিশুমৃত্যুর হার নিয়ে বিস্ফোরক রিপোর্ট পেশ করল ইউনিসেফ৷ ভারতের প্রতি হাজারটি শিশুর মধ্যে ৩৭টি শিশুর মৃত্যু হয় অপুষ্টি-সহ নানা কারণে৷ ২০১৮ সালে অপুষ্টি সহ নানা কারণে ভারতে মৃত্যু হয়েছে আট লক্ষ আশি হাজার শিশুর৷

দ্য স্টেট অব দ্য ওয়ার্ল্ড চিল্ড্রেন , ২০১৯ শীর্ষক রিপোর্টে বলা হয়েছে, প্রতি হাজারটি শিশুর মধ্যে ভারতে মৃত্যু হয় ৩৭ টি শিশুর৷
এক্ষেত্রে ভারতের আগে আছে পাকিস্তানের নাম৷ সেখানে হাজার শিশুর মধ্যে মৃত্যু হয় ৬৯টি শিশুর৷
তবে সবার শীর্ষে রয়েছে নাইজেরিয়া৷
সেখানে মৃত্যু হয় ১০২টি শিশুর৷ শিশুমৃত্যুর নেপথ্যে রয়েছে অপুষ্টি৷
অস্বাস্থ‌্যকর পরিবেশ, পরিষ্কার জলের অভাব, টীকাকরণ না করানো এবং তার জেরে সংক্রমণের শিকার হওয়াও শিশুমৃত্যুর ক্ষেত্রে বড় কারণ বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। তবে সবচেয়ে বড় কারণ হল খাদ্যাভাব ও অপুষ্টি৷

ইউনিসেফের এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, দেশের মাত্র ২১ শতাংশ শিশুর খাদ‌্যতালিকায় বিবিধ এবং সুষম আহারের যথাযথ সমন্বয় মেলে। অর্থাৎ ৭৯ শতাংশ শিশুর মধ্যে থেকে যায় পুষ্টির অভাব। যার ফলে অধিকাংশ শিশুই নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *