আহমেদ মুন্না::বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল ।বন্ধু তোকে মিস করছি ।এমন অনেক কথাই আমরা মন থেকে বলে থাকি । আজ সময় এসেছে এই কথাগুলোর বাস্তবে রুপ দেওয়ার। বন্ধু হয়ে বন্ধুর পাশে দাঁড়ানোর।
জ্বি হ্যা ,,,, তা হচ্চে ইতিহাসের মতো ব্যাচমেট ০৭-০৯ দের সাহায্য কথন।।।

০৭-০৯ বন্ধুদের করা ব্যানার

আমিনুল অসুস্থ!
আমিনুল গুরুতর অসুস্থ (PNH রোগে আক্রান্ত) ।আমিনুলের বর্তমান অবস্থা হচ্ছে তার শরীরে রেডব্লাডসেল উৎপাদন ক্ষমতা ক্রমাগত হারিয়ে যাচ্ছে!
যা বর্তমানে ৮১.১% এ আছে!
ডাক্তারের মতামত অনুযায়ী এখনো পর্যন্ত অপারেশনের মাধ্যমে তার সুস্থ হওয়ার সম্ভাবনা ৯৫% ।

বর্তমান অবস্থায় তার অপারেশনের জন্য প্রায় $৪০ (চল্লিশ হাজার ডলার), যা বাংলা টাকায় ৩৫-৩৭ লক্ষ টাকার প্রয়োজন! যেটা আমিনুলের পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়!

এমন অবস্হায় আমিনুলের আর কোন ভরসা নেই ।
তাই তো বন্ধুদের ফেসবুক গ্রুফ ব্যাচ ০৭-০৯ ই একমাত্র ভরসা ।
তাই গ্রুফে ঘটনাটি শেয়ার করার পর বন্ধুরা নড়ে চড়ে বসে।
আর তার ভরসার সম্মান জানিয়ে চিনা নাই জানা নাই শুধু মাত্র ফেসবুক গ্রুফে ব্যাচমেটরা এগিয়ে আসে ।

যা মনে হয় বাংলাদেশে এই প্রথম কোন গ্রুফে যুক্ত বন্ধুরা এতো বড় বাজেট মেনেজ করে বন্ধুর চিকিৎসার ব্যাবস্হা করে করে দিলো ।

আমিনুলের চিকিৎসার জন্য প্রয়োজন ছিলো ৩৭ লক্ষ্য টাকার ।
এই লক্ষ্য মাত্রায় পৌছানো হয়তো খুবই কঠিন।
কিন্তু অসম্ভব নয়, আমাদের সহোযোগিতা এবং ইচ্ছা শক্তিই পারে এই লক্ষ অর্জন করে আমিনুলকে অপারেশনের জন্য পাঠাতে-যা ছিলো ০৭-০৯ ব্যাচম্যাটদের মূল মন্ত্র ।

ডাক্তার তাকে সময় দিয়েছিলো ৬ মাসের,এর মধ্যেই তাকে চিকিৎসা নিতে হবে।
তারমধ্যে ৫ মাস অতিবাহিত হয়ে গিয়েছে। বাকি আছে ১ মাস, এর মধ্যই অপারেশনের জন্য যেতে হবে তাকে। তা না হলে তার স্বপ্ন গুলোর মৃত্যু সময়ের ব্যাপার ,একটি ছোট্ট শিশু তার মাথার উপর থেকে হারিয়ে ফেলবে তার বাবার ছায়া।আর আমরা ব্যাচমেটরা হারাবে একজন বন্ধুকে।

বন্ধুদের সাথে আমিনুল (সাদা শার্ট)

আমাদের বন্ধু আমাদের আমিনুল” এই শিরোনামে বন্ধুর জন্য তাদের ৬ষ্ঠ দিনের ব্যাচমেট দের কাছ থেকে সংগ্রহিত টাকা –

বিকাশঃ ১,৬৬,১৮০/=
রকেটঃ ১২,৮৮৪/=
ব্যাংকঃ ৩৫,০১৫/=
এক দিনে ছিলো মোটঃ ২,১৪,০৭৯/= (রাত ১১টা)
সর্বোমোটঃ ১০,৮২,২৬৮/= টাকা

গ্রুফের বর্তমান সদস্য প্রায় ৭০,০০০ জন ।
এর মধ্যে চাকরীজীবি, প্রবাসি সহ গ্রুফের সবার অংশগ্রহনে তারা তাদের লক্ষ মাত্রায় পৌছে যায় ।
লক্ষ মাত্রায় পৌছে তারা তাদের বন্ধু কে ভারতে চিকিৎসার জন্য প্রেরন করে দেয় ।

কিন্তু

আমিনুলের জানাযার একাংশ

কয়েকদিন ভারতের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় আমিনুল শেষ নি:শ্বাস ত্যাগ করে ।


হ্যা
আমিনুল পৃথিবী থেকে চলে গেলেও
তাদের “ব্যাচমেট ০৭-০৯” এর বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা চিরকাল স্বরনীয় হয়ে থেকে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *