বৈরাগীবাজারের খশির কারপাড়া গ্রামের আলিম উদ্দিন (আলিম দর্জি)কে, যুক্তরাষ্ট্র প্রবাসী দুলাল আহমদ এর উদ্যোগে, আজ (১০ নভেম্বর) মঙ্গলবার সন্ধ্যায় বৈরাগীবাজারে আলিম উদ্দিন (আলিম দর্জি)কে নগদ ৫০,০০০ পঞ্চাশ হাজার টাকা তুলে দেন যুক্তরাষ্ট্র প্রবাসী রুহুল আমিনের পিতা আলিম উদ্দিন, বৈরাগীবাজার ক্রীড়া সংস্থার সভাপতি তুতিউর রহমান তুতা, সহসভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান উজ্জল, সহসাধারণ সম্পাদক জাহিদ হাসান জুবের, লুৎফুর রহমান, সাদিকুর রহমান, হোসেন আহমদ, সুহেল আহমদ।
আলিম উদ্দিন (আলিম দর্জি) তিনি দীর্ঘ দিন ধরে ক্যান্সার রোগে ভুগছেন। (আলিম দর্জি) জন্য দেশ বিদেশে ফেইসবুকে সবার কাছে চিকিৎসার জন্য সাহায্য চাওয়া হয়।
তিনি অর্থ সাহায্যকারী সবার কাছে কর্তৃজ্ঞতা প্রকাশ করে সবার কাছে দোয়া চেয়েছেন, এবং এই টাকা ক্যান্সার রোগের চিকিৎসার জন্য যথেষ্ট নয়, বিত্তবানদের কাছে আরো সাহায্য চেয়েছেন। আল্লাহতালা তিনির রোগেকে সিফা দান করেন আমিন।