২১.২২.২৩ ডিসেম্বর তিন দিন ব্যাপী, বিজ্ঞান মেলা আজ শেষ হয়েছে। স্থানীয় পিএইচজি বিদ্যালয়ে, বিয়ানীবাজার উপজেলা কর্তৃক আয়োজিত ৪১তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে, বিয়ানীবাজার উপজেলা প্রশাসন বিজ্ঞান মেলার আয়োজন করে।
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মােকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রকল্প প্রদর্শনীতে বৈরাগীবাজার সিনিয়র (আলীম) মাদ্রাসা টানা তৃতীয়বারের মতো তৃতীয় স্থান অর্জন করেছে।

বিয়ানীবাজার উপজেলার কলেজ, মহিলা কলেজ, মাদ্রাসার মধ্য থেকে বৈরাগীবাজার সিনিয়র (আলীম) মাদ্রাসা তৃতীয় স্থান অর্জন করলো। বৈরাগীবাজার মাদ্রাসাকে তৃতীয় স্থান করায় উপজেলা প্রশাসন সম্মাননা স্মারক প্রদান করে।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক আব্দুল মালেক, বিশ্বজিৎ আচার্য ও শিক্ষার্থীরা।