সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২০ইং সালের জন্য কার্যকরী পরিষদের নির্বাচন মঙ্গলবার কর আইনজীবী সমিতির হাউজিং এষ্টেটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে ১১৫ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন এডভোকেট মো.আবুল ফজল। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী মো.শফিকুর রহমান পেয়েছেন ১১১ ভোট।

সহ-সভাপতি পদে নির্বাচিত সিরাজুল হুসেন আহমদ পেয়েছেন ১২৬ ভোট, তার নিকটতম প্রতিদ্ধন্ধি এডভোকেট সমর বিজয় সী শেখর পেয়েছেন ১০১ ভোট। সাধারণ সম্পাদক পদে ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন এডভোকেট মোহাম্মদ আব্দুল আলীম পাঠান। তার নিকটতম প্রতিদ্ধন্ধি সজল কুমার রায় পেয়েছেন ৮২ ভোট। যুগ্ম সম্পাদক পদে পরীক্ষিত এন্দ, কোষাধ্যক্ষ সুব্রত কুমার রায়, সমাজ কল্যাণ সম্পাদক পদে মিন্টু চন্দ রায় (অনুপব্রত), পাঠাগার সম্পাদক মো.আজিজুর রহমান বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত হন।

কার্যকরী পরিষদের সদস্য পদে নির্বাচিতরা হলেন- আবু মোহাম্মদ আসাদ এডভোকেট, স্বপন কুমার দাশ এডভোএকট, এডভোকেট মৃত্যুঞ্জয় ধর (ভোলা), মো. খায়রুল ইসলাম চৌধুরী, সুজিত কুমার বৈদ্য এডভোকেট, মোহাম্মদ আলী খোকন, সুধাংশু ভূভণ ত্রিবেদী, মো.আতাউর রহমান সেগুল।

নির্বাচনে অংশগ্রহনকারী সকল প্রার্থী, অত্র বারের সকল সদস্য, সম্মানীত অতিথিবৃন্দ, সাংবাদিক বৃন্দ, আইনশৃ্খংলাবাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে সহযেগিতা করার জন্য নির্বাচন কমিশনার এডভোকেট ফজলুর রহমান শিপু কৃতঞ্জতা জ্ঞাপন করেন।

নবনির্বাচিত সভাপতি এডভোকেট মো. আবুল ফজল ও সাধারণ সম্পাদক এডভোকেট মোহা¥মদ আব্দুল আলীম পাঠান এক বিবৃতিতে বারের সকল সম্মানীত সদস্যবৃন্দের প্রতি বিগত বছরের ধারাবাহিকতায় এবারের নির্বাচনে তাদেরকে নির্বাচিত করায় নির্বাচন কমিশন, সকল সম্মানীত সদস্যবৃন্দ শুভানুধ্যায়ীসহ সকল মহলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বারের আগামী দিনের কর্মকান্ডে আরও গতিশীলতা আনতে সকল সম্মানীত সদস্যবৃন্দের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *