বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের, কুশিয়ারা নদীর তীর ঘেঁষে গড়ে উঠা যুক্তরাজ্য প্রবাসী ও দেশী আর্থিক সহযোগীতায় নির্মিত আঙ্গাঁরজুর পাঞ্জেগানা মসজিদ। আঙ্গাঁরজুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পূর্বে অবস্থিত আঙ্গাঁজুর পাঞ্জেগানা মসজিদ, তিন বছর আগে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। এখনো সব কাজ সম্পন্ন হয়নি।
এ মসজিদ নির্মাণে যুক্তরাজ্য প্রবাসী বৈরাগীবাজার নিউজ এর উপদেষ্টা রুহুল আমিন (সুমন) ও যুক্তরাজ্য প্রবাসী নুরুল আলম এর প্রচেষ্টায় এবং যুক্তরাজ্যে বসবাসরত তাদের স্বজন, বন্ধু, বান্ধবদের আর্থিক সহযোগীতায়, দেশীয়ও আর্থিক সহযোগীতায় মসজিদ নির্মাণে এখন পর্যন্ত ব্যয় হয়েছে ৪,৫০,০০০/= চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা। মসজিদ নির্মাণে ৪ লক্ষ টাকার অনুদান যুক্তরাজ্য প্রবাসীরা দিয়েছেন। রুহুল আমিন সুমন ও জনাব নুরুল আলম তাদের স্বজন, বন্ধু, বান্ধব কাছে কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন আপনারা যারা মসজিদ নির্মাণে এগিয়ে এসেছেন আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই ভবিষ্যতে এ ধরনের কাজে আর অগ্রসর হবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করি।
আল্লাহ মসজিদ নির্মাণে যারা আর্থিক সহযোগীতা করেছেন তাদের দান কবুল করুন আমিন।