এবারের বিপিএলে সম্ভাবনার যে ঝিলিক দেখিয়েছেন হাসান মাহমুদ, সেটিই তাকে নিয়ে এলো আরও বড় মঞ্চ আলোকিত করার চ্যালেঞ্জে। পাকিস্তান সফরের বাংলাদেশ টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন ২০ বছর বয়সী এই পেসার।
তিন ম্যাচ সিরিজের এই দলে নতুন মুখ কেবল হাসানই। বিপিএলের পারফরম্যান্সেই দলে ফিরেছেন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত, অলরাউন্ডার মেহেদি হাসান ও পেসার রুবেল হোসেন।
সবশেষ ভারতে বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের বিপক্ষের দল থেকে বাদ পড়েছেন আবু হায়দার রনি, তাইজুল ইসলাম, আরাফাত সানি ও মোসাদ্দেক হোসেন। অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম এই সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন আগেই।
পারিবারিক কারণে ভারত সফরে না যাওয়া তামিম ইকবাল প্রত্যাশিতভাবেই আছেন পাকিস্তান সফরের দলে।
পাকিস্তাস সফরের বাংলাদেশ টি-টোয়েন্টি দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল আমিন হোসেন, রুবেল হোসেন, হাসান মাহমুদ।