অবশেষে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। সিরিজে প্রথম টি-২০’তে টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এদিকে টাইগারদের বিপক্ষে অভিষেক ঘটেছে পাকিস্তানের পেসার হ্যারিস রউফ। অস্ট্রেলিয়ান বিগ ব্যাশে দুর্দান্ত পারফর্ম করে দলে ফিরেছেন এই পেসার।
এর আগে, দুই দল ১০ বার মুখোমুখি হয়েছে। মাত্র দুই জয় পেয়েছে টাইগার।পাকিস্তান একাদশ: এহসান আলী, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক ব্যাটসম্যান), শাদাব খান, হ্যারিস রউফ, শাহীন আফ্রিদী, মোহাম্মদ হাসনাইন।বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও আল আমিন।