বিয়ানীবাজারে এক হাজার পিস ইয়াবাসহ ভারতীয় নাগরিক মাদক সম্রাট ফকির আলী ও নুরুল ইসলাম ওরফে বদইকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় উপজেলার কাঁচাটুল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে- মাদক সম্রাট ফকির আলী (৪৫) ভারতের করিমগঞ্জ থানার লাফাসাইল গ্রামের মৃত ইমরান আলীর ছেলে এবং বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের গজুকাটা এলাকার মৃত আব্দুল খালিকের ছেলে নুরুল ইসলাম ওরফে বদই (৫৫)।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর বলেন, গ্রেফতারকৃত দুই মাদক সম্রাটের একজন ভারতীয় ও অপরজন বাংলাদেশী নাগরিক। তাদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *