বৈরাগীবাজার আদর্শ বিদ্যানিকেতনে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করেছে।

পিইসিতে এ শিক্ষা প্রতিষ্ঠানের ৬৫ জনই শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন।জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

গতকাল মঙ্গলবার সারাদেশে একযোগে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পিইসিতে এবার ৬৫ জন শিক্ষার্থীর মধ্যে সকলেই কৃতকার্য হয়েছেন। এরমধ্যে ২ জন এ+ এবং ১৫ জন এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

এ সাফল্যে বৈরাগীবাজার আদর্শ বিদ্যানিকেতনের শিক্ষক, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্যরা উল্লাস প্রকাশ

করেছেন।

এদিকে আজ (১লা জানুয়ারী) বুধবার বই উৎসব হিসেবে বৈরাগীবাজার আদর্শ বিদ্যানিকেতনে বই বিতরণ করেছেন। সকালে বই বিতরণ কার্যক্রম শুরু হয়। বিদ্যানিকেতনের সকল শিক্ষার্থীদের হাতে বই তুলে পরিচালনা পর্ষদ সদস্য ও শিক্ষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *