
মৌলভীবাজারের বড়লেখায় ৫ জন খুন হয়েছেন। এর মধ্যে এক পরিবারের ৩ জন এবং অপর একটি পরিবারের ২ জন রয়েছেন।
আজ ভোরে উপজেলার পাল্লাতল চা বাগানে এ ঘটনা ঘটেছে। বড়লেখা থানার ওসি মো. ইয়াসিন হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ বলছে, পারিবারিক কলহের সূত্র ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলটি মৌলভীবাজার জেলা শহর থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত।