
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজে’লায় কাঠবাহী ট্রলি ও টমটমের সং’ঘর্ষে রবিউল হাসান নামের এক স্কুলছাত্র নি’হত হয়েছে।
গতকাল বুধবার বিকেলে উপজে’লার পুরাণগড় এলাকায় এ ঘটনা ঘটে।নি’হত রবিউল পুরাণগড়ের ২ নম্বর ওয়ার্ডের মোহাম্ম’দ সেলিমের ছে’লে।
সে পুরাণগড় শাহ সরফুদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। পুরাণগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আ ফ ম মাহবুবুল হক সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, গতকাল বিকেলে প্রতিদিনের মতো স্কুল শেষে ব্যাটারিচালিত একটি টমটমে করে বাড়ি ফিরছিল রবিউল। টমটমটি পুরাণগড়ের নাথপাড়া এলাকার বাজালিয়া-শীলঘাটা সড়কে পৌঁছালে একটি কাঠবাহী ট্রলি টমটমটিকে সজো’রে ধাক্কা দেয়।
এ সময় রবিউল ছিট’কে পড়লে ট্রলিটি তাকে চাপা দেয়। পরে গুরুতর আ’হত অবস্থায় স্থানীয়রা রবিউলকে উ’দ্ধার করে কেরানীহাট আশ-শেফা হাসপাতা’লে নিয়ে গেলে চিকিৎসক মৃ’ত ঘোষণা করেন।