বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয় কাল (২ ফেব্রুয়ারী) রবিবার দুপুরে মাঠে নামছে শিরোপা প্রত্যাশী রিয়েল ফ্রেন্ডস অব বৈরাগীবাজার, প্রতিপক্ষ জেনিথ সিস্টেম ক্রিকেট একাদশ বিয়ানীবাজার।
বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজারে খশির বন্দ কইরবন্দ যুব সংঘ কর্তৃক আয়োজিত ক্রিকেট টু্র্ণামেন্ট এর ফাইনাল খেলা কাল অনুষ্ঠিত হবে।
ফাইনাল খেলায় সভাপতিত্ব করবেন এএফএম আবু তাহের চেয়ারম্যান কুড়ারবাজার ইউ/পি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন সাজেদ-ওয়াজেদ ফুটবল টুর্ণামেন্টের পৃষ্ঠপোষক কাতার প্রবাসী মো. লুৎফুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাতার প্রবাসী বজলুর রহমান, কাতার প্রবাসী ছয়দুর রহমান, যুক্তরাষ্ট্র প্রবাসী মো. মুমিন ইসলাম, ইউ/পি সদস্য মাসুম আহমদ।
রিয়েল ফ্রেন্ডস অব বৈরাগীবাজার দলের ম্যানেজার আল জুনেদ জানান আমার দলের হয়ে সিলেট প্রথম বিভাগের তারকা খেলোয়াড় মেহেদি, মিছবাহ, কাজল, আমিনুল, জাহান, বড়লেখার রেজওয়ান সহ বিয়ানীবাজারের তারকা ক্রিকেটাররা অংশগ্রহণ করবে তারা শত ভাগ শিরোপা প্রত্যাশী ফাইনাল আমরা জিতবো। এদিকে জেনিথ সিস্টেম ক্রিকেট একাদশের সিলেটের উবেদ সহ টেপ টেনিসের তারকা ক্রিকেটাররা অংশগ্রহণ করবেন।
দর্শকরা কাল জমজমাট ক্রিকেট লড়াই দেখার অপেক্ষায় আছেন।