সম্পাদকীয়: সুজলা- সফলা রূপের রাণী আমার সোনার বাংলাদেশের একটি অনবদ্য অংশ ছিলো মাঠ ভরা সোনালী ফসল । ফসল তুলার পর খালি মাঠে খেলার জন্য অস্হায়ী মাঠ বানানো , মাঠের অন্যান্য পাশে রাখাল ছেলের গরু চড়ানোর দৃশ্য যা চোখ জড়ানোর মতো ।

নব্বইয়ে গ্রামে জন্মের কারনে হয়ত এই সৌন্দর্যের কিছুটা হলেও অবলোকন করতে পেরেছি । বর্তমানে তো এসব দৃশ্য কল্পনার বিষয় । এই কল্পনার মতো আরেকটি বিষয় হলো গরুর পালা ।

গ্রামের কৃষকরা সবাই মিলে পালার ব্যাবস্হা করত । এই ব্যাবস্হার মধ্যে থাকত মাসের বা সপ্তাহের একদিন প্রত্যেক কৃষক তার গরু সহ অন্যান্য কৃষকের গরুগুলা মাঠে চড়াতো । সকাল ১০টা থেকে বিকাল আসর পর্যন্ত গরুগুলো মাঠে রাখতে হতো ।

শেষ বিকালে পালা শেষ হলে গ্রামের কৃষকরা তাদের নিজ নিজ গরু নিতে হাজির হয় পালার কাছে । পালায় দায়িত্ব রত কৃষক থেকে তারা নিজ নিজ গরু নিয়ে বাড়িতে রওয়ানা হতো ।

এখন দিন দিন এই পালা যেন হারিয়ে যাচ্ছে । ঘোয়াল ভরা দান আর মাঠ ভরা ফসল যেন বিলীন । এখন কৃষক আর কৃষি যেন সোনার হরিনে পরিনত হচ্ছে । কৃষকের স্বপ্ন কৃষি কাজ করে পরিবার পরিচালনা আর সার্বিক উন্নতি যা আর সম্ভব হচ্ছে না ।
এখল ফসল ফলানোর পর ফসল তুলে ফলানোর খরচটুকুও তুলা অসম্ভব হয়ে দাড়িয়েছে ।
আমরা কৃষি প্রধান দেশ হলেও কৃষক আর কৃষি নিয়ে আমাদের তেমন মাথা ব্যাথা নাই যা হতাশার বিষয় ।

এই কৃষক আর কৃষির উন্নতিই আমাদের সেনার বাংলাদেশ গড়তে নিয়ামক।

কামরুল হাসান মুন্না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *