কাতার প্রবাসী মো. লুৎফুর রহমান এর পৃষ্ঠপোষকতায়, বৃহত্তর বৈরাগীবাজার এলাকাবাসীর পরিচালনায়, সাজেদ-ওয়াজেদ ফুটবল টুর্ণামেন্ট’র উদ্বোধন করলেন প্রধান অতিথি সিলেট ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বাফুফের নির্বাহী সদস্য মাহী উদ্দিন আহমেদ সেলিম, আজ (১১ ফেব্রুয়ারী) মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় শান্তির পায়রা কবুতর উড়িয়ে উদ্বোধন করেন।

টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি তুতিউর রহমান তুতার সভাপতিত্বে, বৈরাগীবাজার আদর্শ বিদ্যানিকতের সহকারী শিক্ষক আলী হাসান এর পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্ণামেন্টের পৃষ্ঠপোষক কাতার প্রবাসী মো. লুৎফুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল খালিক ডেপুটি রেজিস্ট্রার বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, মুশফিক (জায়গীরদার) সাধারণ সম্পাদক সিলেট মহানগর যুবলীগ, আবুল হোসেন খসরু সহসভাপতি বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থা, ইসলাম উদ্দিন সাধারণ সম্পাদক বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থা, এএফএম আবু তাহের চেয়ারম্যান কুড়ারবাজার ইউনিয়ন, হাজী আজির উদ্দিন সাবেক সেক্রেটারী বৈরাগীবাজার, হাজী আজির উদ্দিন যুক্তরাষ্ট্র প্রবাসী ও সাবেক মেম্বার, আখতারুজ্জামান (আজব আলী), সভাপতি বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয়, হাজী আব্দুল কাইয়ুম (আলা উদ্দিন) সভাপতি কুড়ারবাজার ইউনিয়ন আওয়ামীলীগ।

উদ্বোধনী খেলায় বিয়ানীবাজার রাজ মেস্তুরী কল্যাণ সমিতি বনাম আদিবাসী স্পোটিং ক্লাব জাফলং এর মধ্যে নির্ধারিত খেলায় গোল শূন্য থাকায় ম্যাচ ট্রাইবেকারে গড়ায়, বিয়ানীবাজার রাজ মেস্তুরী কল্যাণ সমিতি ৪-২ গোলে জয়লাভ করে। ম্যাচে দুর্দান্ত খেলে আদিবাসী স্পোটিং ক্লাবের রবিন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিন হন।

কাল উক্ত মাঠে শেখ কালাম ফুটবল একাদশ (বিয়ানী বাজার) বনাম কালাইউরা ফুটবল ক্লাব ম্যাচ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *