বৈরাগীবাজারের খশির চাতল গ্রামের, হাজী রইছ আলী (৬৩) নামের এক ব্যক্তি হারিয়ে গেছেন।
উনি গতকাল সকাল ১১ ঘটিকার দিকে বাড়ি থেকে বের হয়ে যান এখন পর্যন্ত ফিরে আসেন নি।
কোনো হ্রদয়বান ব্যাক্তি উনার সন্ধান পেলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য বিনিত অনুরোধ করা যাচ্ছে..
মোবা: 01835418659
এবং
জনকল্যাণ হোমিও ফার্মেসী
মেইন রোড বৈরাগী বাজার, বিয়ানীবাজার, সিলেট।
2020-02-11