
লন্ডনে পুলিশের গুলিতে এক ব্যক্তির নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তিকে ‘সন্ত্রাসী’ বলে দাবি করেছে স্থানীয় পুলিশ। রবিবার তার ছুড়ির আঘাতে দুইজন পথচারী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ইতোমধ্যে ওই হামলাকারীকে সন্ত্রাসী দাবি করেছে স্থানীয় পুলিশ। তবে নিহত ব্যক্তি ছাড়া এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আর কোনো হামলাকারী নেই এবং হামলার পর ঘটনাস্থলটি ঘিরে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওই এলাকায় বসবাস করা লন্ডন হিথ্রো বিমানবন্দরের ২৪ বছর বয়সী নিরাপত্তাকর্মী গ্যাব্রিয়েল ভিগো এ ঘটনার একজন প্রত্যক্ষদর্শী। হামলার পর মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সঙ্গে কথা বলেন তিনি।
তিনি জানান, তিনি বাসা থেকে কয়েকটি গুলির শব্দ শুনেছেন। এরপরই নিজের বাসার জানালা দিয়ে রাস্তায় তিনজনে পড়ে থাকতে দেখেন তিনি। সঙ্গে সঙ্গেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়।