বৈরাগীবাজারের খশির বন্দ হাতিটিল্লাহ নিবাসী সদ্য প্রয়াত হাজী গিয়াস উদ্দিনের স্ত্রী যুক্তরাষ্ট্র প্রবাসী জাকারিয়া আহমদ’র মাতা আনোয়ারা বেগম এর ইন্তেকাল! আজ সকাল ৯:৪৫ মি: নিজ বাড়ীতে ইন্তেকাল করেন!
ইন্না লিল্লাহহি ওয়া ইন্নাহিলাই রাজিউন।
গত ১৫ ফেব্রুয়ারী গিয়াস উদ্দিন ইন্তেকাল করেন, স্বামীর ইন্তেকালের ১৪ দিনের মধ্যে চলেগেলেন না ফেরার দেশে আনোয়ারা বেগম।
বাবা মাকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে ফ্রান্স প্রবাসী ইমরান আহমদ, ইমরান সহ তার বড় ভাই জাকারিয়া ও ছোট ভাই ইসহাক বাবার মৃত্যুর খবর শুনে যুক্তরাষ্ট্র থেকে এসেছিলেন বাবার দাফন শেষ হতে না হতে মার মৃত্যু। এদিকে একি বাড়ীর সপ্তাহ দু’য়েকের বিতরে একিই পরিবারে দু’জন পৃথিবী থেকে বিদায় নিলেন, দু’জনের মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।
মরহুমার জানাযার নামাজ আজ বাদ আছর হাতিটিল্লাহ নাসিরশাহ পাঞ্জেগানা মসজিদে অনুষ্ঠিত হইবে।