স্পোর্টস রিপোর্ট: বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজার এলাকাবাসীর আয়োজনে, কাতার প্রবাসী মো. লুৎফুর রহমান এর পৃষ্ঠপোষকতায়, সাজেদ-ওয়াজেদ ফুটবল টুর্ণামেন্ট’র প্রথম রাউন্ডের তৃতীয় খেলায়, আজ (১৩ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সোনালী অতিথি ফুটবল ক্লাব দুবাগ বনাম লাউতা ইউনিয়ন ফুটবল একাদশ এর মধ্যেকার খেলায় সোনালী অতিথি ফুটবল ক্লাব দুবাগ (২-০) গোলে জয়লাভ করে। সোনালী অতিথি দলের হয়ে গোল করেন মাশরু ও স্বপন।
ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন মাশরু।
আজকেল ম্যাচের প্রধান অতিথি আলী আহমদ ও যুক্তরাষ্ট্র প্রবাসী আফজল আহমদকে সম্মাননা স্মারক প্রদান করেন টুর্ণামেন্ট পরিচালনার দায়ীত্বশীলরা।
ম্যান অব দ্যা ম্যাচ তুলে দিচ্ছেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি তুতিউর রহমান তুতা, প্রধান অতিথি আলী আহমদ, যুক্তরাষ্ট্র প্রবাসী হাজী আজির উদ্দিন, দেলোওয়ার হোসেন, যুক্তরাস্ট্র প্রবাসী আফজল আহমদ সরল।