বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের খশির ৭নং ওয়ার্ডের ভৈওলোপার গ্রামের লাইকুর রহমান (১৫) ( পিতাঃ বশির উদ্দিন)। সে ক্যান্সার নামক মরণ ব্যাধিতে আক্রান্ত। সৌদি আরব প্রবাসী পিতা এবং আত্মীয় স্বজনদের সহায়তায় ৫/৬ মাস থেকে চিকিৎসা করিয়ে আসলেও বর্তমানে তার পিতা মাতার পক্ষে চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। ক্যান্সারের চিকিৎসা অত্যান্ত ব্যায়বহুল হওয়াতে লাইকুরের পিতা ছেলের চিকিৎসা করিয়ে প্রায় নিঃসহ হয়ে পড়েছেন। বশির উদ্দিনের দুই মেয়ে এবং এক ছেলের মধ্য লাইকুর সবার ছোট হওয়াতে আদরের সন্তানের চিকিৎসার জন্য মা বাবা সমাজের বৃত্তবানদেরকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

লাইকুরের মায়ের সাথে আলাপ করে জানা যায় ছেলেটির শারীরিক অবস্থা কিছুদিন আগে খুব বেশি খারাপ হওয়াতে সিলেটের একটি হাসপাতালে বেশ কয়েকদিন চিকিৎসা করিয়ে এখন একটু ভালোর দিকে এবং ডাক্তার বলেছে চিকিৎসা চালিয়ে গেলে  ইনশাআল্লাহ সে সেরে উঠবে। লাইকুর এমনিতেই খুব লাজুক এবং সহজ সরল। তার সাথে আলাপে বুঝা গেলো অসুখে কষ্ট পেলেও এটা যে মরন ব্যাধি এটা সে ভালোভাবে উপলব্ধি করতে পারছে না। এমন সহজ সরল একটি ছেলের জীবন বাঁচাতে বৃত্তবানগন এগিয়ে আসবে এই আশায় ওর মা বুক ভেদে আপনারদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

একমাত্র পুত্র সন্তানের চিকিৎসার টাকা যোগাড় কি ভাবে হবে এই ভাবনায় সারাক্ষণ শুধু কেঁদেই বুক ভাসাচ্ছেন লাইকুরের মা। এমন অসহায় মুখ দেখাটাও কষ্টের। তবুও আমরা আশাবাদি সহজ সরল লাইকুরের নিষ্পাপ চাহিনির সাথে কষ্টের অনুভূতি ছাপিয়ে আপনাদের সহায়তায় হাসি ফুটবেই ইনশাআল্লাহ। আল্লাহ সমাজের বৃত্তবানদের কে লাইকুরের সহায়তায় এগিয়ে আসার তাওফিক দিন আমিন।

যোগাযোগের জন্য রুগির মা:- +৮৮০১৮৮২৯৯৩৬৯৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *