নিজের রেকর্ড নিজেই ভাঙলেন তামিম। ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের ইনিংসটি খেললেন তিনি। নিজের আগের ১৫৪ রানের ইনিংসকে পেছনে ফেলে আজ আবারও জিম্বাবুয়ের বিপক্ষে তা ভেঙে ১৩৫ বলে ২০ চার ও ৩ ছক্কার সাহায্যে ১৫৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ফিরে যান তিনি।

এর আগে ১৯ মাস পর ওয়ানডে ক্রিকেটে শতকের দেখা পান তামিম ইকবাল। সর্বশেষ তিনি ওয়ানডেতে শতক হাঁকিয়েছিলেন ২০১৮ সালের জুলাইয়ে উইন্ডিজের বিপক্ষে। এরপর ওয়ানডে ক্রিকেটে সময়টাই ভালো যাচ্ছিলোনা তামিমের। অবশেষে এই শতক নিশ্চই তার আত্নবিশ্বাসকে চাঙ্গা করবে।

ইনিংসের শুরু থেকেই আজ তামিমের ছিলেন আক্রমণাত্নক। জিম্বাবুয়ের বোলারদের অনিয়ন্ত্রিত বোলিংকে কাজে লাগিয়ে দুর্দান্ত সব শট খেলে যান তিনি। ফলে সাত ওয়ানডে পর ১০ চারের সাহায্যে অর্ধশতকের দেখা পান তামিম।

ফিফটির পর রানতোলার গতি কিছুটা কমিয়ে দেন তামিম। বাউন্ডারি হাকাঁনো কমিয়ে সিঙ্গেলের উপর ভর করে নিজের ও বাংলাদেশের ইনিংস বড় করতে থাকেন। ১০৬ বলে ১৪ চারের সাহায্যে ওয়ানডেতে নিজের ১২তম শতক হাকাঁন দেশসেরা এই ওপেনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *