তুরস্ক থেকে গ্রীস যাবার পথে সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের এক যুবকের মর্মান্তিক মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। মৃত্যুবরণকারী মাওলানা আব্দুর রহমান (৩০) বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের মাটিজুরা (টুকা) গ্রামের মরহুম আব্দুল কুদ্দুস লেদু মিয়ার ছেলে।
জানা গেছে, নিহত আব্দুর রহমান দালালের মাধ্যমে তুরস্ক থেকে গ্রীস যাবার পথে গত গত ২৯ ফেব্রুয়ারি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।
নিহত যুবক আব্দুর রহমানের পরিবারের স্বজনরা তুরষ্কে বসবাসরত পরিচিতজনদের মাধ্যমে তার মৃতদেহ উদ্ধার করে দেশে ফেরত এনেছে। মৃতদেহ দেশের বাড়িতে পৌছার পর তাকে এক নজর দেখতে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী তার বাড়িতে ছুটে যান। তার জানাযার নামায আজ শনিবার (৭ মার্চ) বিকাল ৫টায় মাটিজুরা শাহী ঈদগা ময়দানে অনুষ্ঠিত হবে। এতে পরিবারের পক্ষ থেকে সকলের উপস্থিতি ও দোয়া কামনা কামনা করা হয়েছে।
এদিকে, মাওলানা আব্দুর রহমানের মৃত্যুর ঘটনায় তিলপাড়া ইউনিয়নের মাটিজুরা (টুকা) এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।