
মানবতাবিরোধী অপরাধে দায়ে দোষী সাবস্থ্য হয়ে দীর্ঘ দশটি বছর ধরে কারাগারে বন্দি আছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একজন ব্যক্তিত্ব আল্লামা দেলোয়ার হোসেইন সাঈদী।
বাংলাদেশ শুধু নয় বাংলা ভাষাভাষী সকল মানুষের কাছে তিনি সমান ভাবে জনপ্রিয় একজন মানুষ। তিনি তার জীবনের সব কয়টি বছরই করে আল্লাহ এবং আল্লহার কুরআনের খেদমত করে গেছেন।
সম্প্রতি তাকে মুক্তি দিতে মানবিক দৃষ্টিকোন থেকে বিবেচনা করতে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষন করেছেন তার পূত্র মাসুদ বিন সাঈদি।
পাঠকদের উদ্দশ্যে তার দেয়া স্ট্যাটাসটি তুলে ধরা হলো হুবহু:-
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি মানবিক আবেদন ..
মেহেরবানী করে এবার আল্লামা সাঈদীর মুক্তি দিন
বর্তমানের করোনা নামক বিপর্যয়ের কারনে সরকার খালেদা জিয়ার মুক্তির সিদ্ধান্ত নিয়েছে। তার সাজা ৬ মাসের জন্য স্থগিত করেছে। সাধুবাদ জানাই সরকার বাহাদুরের এই সিদ্ধান্তকে।
এবার মেহেরবানী করে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির ব্যবস্থা করে দিন। তিনি গত ১০ বছর যাবত কারাগারে আছেন। তার বয়স এখন ৮১ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত। তার হার্টে ৫টি রিং বসানো আছে। তিনি গত ৩৯ বছর যাবত ডায়াবেটিস পেশেন্ট।
মেহেরবানী করে তার সাজাটাও না হয় করোনা বিপর্যয় না কাটা পর্যন্ত স্থগিত করুন। তারপর না হয় আবার কারাগারে নিয়ে যাবেন।
পিতৃস্নেহ বঞ্চিত অসহায় এক সন্তান
প্রসঙ্গত, গতকাল মানবিক দৃষ্টিকোন বিবেচনা করে সরকার মুক্তি দিয়েছে বেগম খালেদা জিয়াকে। এরপর থেকেই মূলত সাঈদিকে মুক্তি দেবার বিষয়টি নতুন করে আবার আলোচনায় এসেছে। আর তাই সকলেই এবার এই দাবি জানিয়েছে যে করোনার কারনে দেশের যে সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে মানবিক কারনে সাঈদিকে মুক্তি দিয়ে যেন পরিবারের কাছে হস্তান্তর করা হয়।