বিয়ানীবাজারের দুবাগ থেকে কুখ্যাত ডাকাত মতিউর রহমানকে আটক করেছে পুলিশ। রোববার (১ মার্চ) রাত ১টার দিকে উপজেলার দুবাগ এলাকায় অভিযান চালিয়ে দুবাগস্থ তার শশুর বাড়ির পশের একটি মাঠ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত মতিউর রহমান (৩০) জকিগঞ্জ উপজেলার নোয়াগ্রাম এলাকার মৃত আব্দুল মানিকের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত কুখ্যাত ডাকাত মতিউর রহমান সিলেটের বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, জকিগঞ্জ ও কানাইঘাট থানার ডাকাতি, অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত ১৩টি মামলার পলাতক আসামী। সে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে মতিউর রহমান, আতাউর রহমান, সুজন ও সফরসহ একাধিক নামে আত্মগোপনে ছিল। এতদিন তার নেতৃতেই সিলেটের বিভিন্ন উপজেলায় অবৈধ অস্ত্র ব্যবসা, মাদক চোরাচালান ও ডাকাতি কার্যক্রম সংগঠিত হয়েছিল আসছিল।
থানা পুলিশ সূত্রে আরো জানা গেছে, সোমবার (২ মার্চ) সকালে কুখ্যাত ডাকাত মতিউর রহমানকে আদালতের মাধ্যম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।