বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী আহত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে উপজেলার মুড়িয়া ইউনিয়নের পূর্ব মুড়িয়ার নওয়াগ্রাম সীমান্তবর্তী এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়সূত্রে জানা যায়, পূর্ব মুড়িয়ার নওয়াগ্রাম সীমান্তবর্তী এলাকার সড়ক হয়ে মোটরসাইকেলযোগে নওয়াগ্রাম হয়ে দুবাগ যাওয়ার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে৷ এতে মোটরসাইকেল চালক ও আরোহী আহত হয়েছেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।

এ প্রতিবেদন লিখা পর্যন্ত আহত মোটরসাইকেল আরো দুই যুবকের বাড়ি সারপার গ্রামে বলে জানা গেছে। তবে তাৎক্ষনিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

তথ্য সূত্র: বিয়ানীবাজার নিউজ ২৪ ডটকম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *