যুক্তরাজ্য প্রবাসী হাজী জামাল উদ্দিন’র বরাদ্দকৃত ১৫ শতক জমির উপর বৈরাগীবাজারের খশিরবন্দ ওয়ার্ডের কইরবন্দ গ্রাম সংলগ্নে উন্মুক্ত গোরস্থানের জায়গা নির্ধারণ করা হয়। যুক্তরাজ্য প্রবাসী হাজী জামাল উদ্দিন একক ভাবে ১৫ শতক জায়গা দান করেন উন্মুক্ত গোরস্থানের জন্য।
আজ (২৫ মার্চ) বুধবার দুপুর ১ ঘটিকায় গোরস্থান পরিদর্শন করে জায়গা মাপযোক করার সময় উপস্থিত ছিলেন, কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএফএম আবু তাহের, যুক্তরাজ্য প্রবাসী হাজী জামাল উদ্দিন, ৮নং ইউপি সদস্য মাসুম আহমদ, জামাল উদ্দিন, আব্দুল মান্নান, জালাল উদ্দিন, লুৎফুর রহমান, মনসুর আলম, জাকারিয়া আহমদ পাবেল, জয়নুল ইসলাম প্রমুখ।