করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে বৈরাগীবাজারে আজ (২৬ মার্চ) বৃহস্পতিবার বেলা ৩ ঘটিকার দিকে বৈরাগীবাজারে এক গাড়ী সশস্ত্র বাহিনী টহল দিতে দেখা যায়। ২০ মিনিট সময় বাজারে অবস্থানকালে বাজারের ব্যবসায়ী ও পথচারীদের উদ্দেশ্যে বলেন হাট-বাজারে দুজন এক সাথে চলাফেরা ও গণজমায়েত করা যাবে না। সব দোকান পাঠ বন্ধ থাকবে তবে ঔষধ ও নিত্যপণ্যের দোকান (কাঁচাবাজার, মুদি ও মাছবাজার) খোলা রাখা যাবে।

বিয়ানীবাজার উপজেলার সর্বত্রই টহল দেবে সশস্ত্র এ বাহিনী। এ সময় বিদেশ থেকে ফেরত আসা ব্যক্তির অবস্থান নির্ণয় ও তাঁদের নিজ নিজ অবস্থানে কোয়ারেন্টিন নিশ্চিত করাই হবে সেনাবাহিনীর মূল লক্ষ্য। সোমবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ লক্ষ্যের কথা বলা হয়।

এদিকে, সেনাবাহিনী টহলের বিষয়টি নিশ্চিত করে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুব বৃহস্পতিবার থেকে (৪ এপ্রিল) পর্যন্ত একসঙ্গে দুজন চলাচল এবং জরুরী প্রয়োজন ব্যতিত কেউ ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশ দেন। এছাড়া আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত গণপরিবহন (বাস, সিএনজি ও মাইক্রো) চলাচলেও নিষেধাজ্ঞাসহ কোন ধরনের গনজমায়েত ও চায়ের দোকানে আড্ডা এবং টিভি না রাখতে নির্দেশ দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুব বলেন, মূলত সবার জন্য হোম কোয়ারেন্টাইন মেনে চলার বিষয়টি জোর দিতে সেনাবাহিনী তৎপরতা চালাবে। দুইজনকে একসাথে চলতে দেয়া হবে না। মোটর সাইকেলে একজন চলাচল করলেও তাকে জবাবদিহি করা হবে। কারণ জরুরী প্রয়োজন ছাড়া কেউ যাতে বাড়ি থেকে বের না হয় সে বিষয়টি দেখবে সেনাবাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *