ঈদগাহ বাজার ফুটবল একাদশ (জকিগঞ্জ) বনাম জে জে ফুটবল একাদশ এর মধ্যেকার খেলায় নির্ধারিত সময়ে গোল শূন্য থাকায় খেলা ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে ৪-৩ গোলে জয়লাভ করে জে জে ফুটবল একাদশ দ্বিতীয় রাইন্ডে উত্তির্ণ।
বিয়ানীবাজার উপজেলায়, বৃহত্তর বৈরাগীবাজার এলাকাবাসীর আয়োজনে, কাতার প্রবাসী মো. লুৎফুর রহমান এর পৃষ্ঠপোষকতায়, সাজেদ-ওয়াজেদ ফুটবল টুর্নামেন্ট’র আজ (৫ মার্চ) বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায়, প্রথম রাউন্ডের ১৫ম খেলায় ঈদগাহ বাজার ফুটবল একাদশ (জকিগঞ্জ) বনাম জে জে ফুটবল একাদশ এর মধ্যকার খেলা বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে জে জে ফুটবল একাদশের গোল কিপার পাবেল আহমদ