ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে সাদা পোশাকের ক্রিকেটেও হোয়াইটওয়াশ হলো ভারত।
তিনদিনেই শেষ হয়েছে বিরাট কোহলিদের সিরিজে ফেরার ব্যর্থ লড়াই। আগের দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৬ উইকেটে ৯০ রান তুলে দিন শেষ করে ভারত। তৃতীয় দিনে ব্যাটিং করতে নেমে বাকি চার উইকেট হারিয়ে মাত্র ২৪ রান যোগ করে বিরাট কোহলির দল। কিউই বোলার ট্রেন্ট বোল্ট নেন চার উইকেট।
এতে কিউইদের জন্য জয়ের টার্গেট দাঁড়ায় ১৩২ রানের। জবাব দিতে নেমে টম লাথামের ৫২ রান ও ব্লান্ডেলের ৫৫ রানের সুবাদে তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। ভারতীয় বোলার জাসপ্রিত বুমরাহ তুলে নেন দুই উইকেট।
এর আগে, ওয়েলিংটনে প্রথম টেস্টে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিলো কিউইরা।