মকবুলের একমাত্র গোলে কাকরদিয়া ফুটবল একাদশের জয়লাভ।
বিয়ানীবাজার উপজেলাধীন, বৈরাগীবাজার এলাকাবাসীর আয়োজনে, কাতার প্রবাসী মো. লুৎফুর রহমান এর পৃষ্ঠপোষকতায়, সাজেদ-ওয়াজেদ ফুটবল টুর্নামেন্ট’র আজ (১লা মার্চ) রবিবার বিকাল ৪ ঘটিকায়, প্রথম রাউন্ডের ১১ম খেলায় ইয়াং স্টার ফুটবল একাদশ (জকিগঞ্জ) বনাম কাকরদিয়া ফুটবল একাদশ এর মধ্যকার খেলা বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
কাকরদিয়া ফুটবল একাদশ ১-০ গোলে ইয়াং স্টার ফুটবল একাদশ (জকিগঞ্জ)কে পরাজিত করে।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে কাকরদিয়া দলের আলমগীর।
প্রথম গোল দাতার ও ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দিচ্ছেন টুর্নামেন্ট পরিচালনার কমিটির সভাপতি তুতিউর রহমান তুতা, এএফএম আবু তাহের চেয়ারম্যান কুড়ারবাজার ইউ/পি, যুক্তরাষ্ট প্রবাসী আজির উদ্দিন, যুক্তরাষ্ট্র প্রবাসী ফারুক আহমদ, আছার উদ্দিন, ওলিউর রহমান, আতিকুল ইসলাম, আব্দুর রহিম প্রমুখ।