যুক্তরাজ্য প্রবাসী আকমল হোসেন (দুলামিয়া’র) পক্ষ থেকে বৈরাগীবাজার এলাকার নৌকার মাঝি, ঠেলা, রিকসা চালক, সিএনজি চালক, ট্রাক চালকদের মাঝে চাল উপহার করেছেন। আজ রবিবার (২৬ এপ্রিল) দুপুর ১২ ঘটিকায় বৈরাগীবাজারে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

বিশিষ্ট সমাজ সেবক যুক্তরাজ্য প্রবাসী বিয়ানীবাজার প্রগতি এডুকেশন ট্রাষ্ট ইউকে এর সহসভাপতি বৈরাগীবাজার জনকল্যাণ সমিতি ইউকে’র কোষাধ্যক্ষ ও খশির হাজী সাইদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হাজী গিয়াস উদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার প্রতিষ্ঠাতা আকমল হোসেন দুলামিয়া’র অর্থায়নে বৈরাগীবাজার এলাকার ঠেলা, রিক্সা,সি এন জি,ট্রাকচালক এবং নৌকার মাঝিদের মাঝে ২০০ প্যাকেট চাউল বিতরন করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন হাজী গিয়াস উদ্দিন, তুতিউর রহমান তুতা, ডাঃ সামসুল হক ও মামুনুর রশীদ কলা মিয়া, আখতারুজ্জামাল উজ্জল প্রমূখ।

উল্লেখ্য ইতিপূর্বে আরো বেশ কয়েক জন দরিদ্র মানুষের মাঝে উনার পক্ষে ত্রাণ বিতরন করা হয়েছে। সাথে উনি প্রতিশ্রুতি দিয়েছেন উনার এই ত্রাণ বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *