বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৩০৬ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৯ জনের।

এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হলেন ২১৪৪। আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৪ জনের। রোগতত্ত্ব,রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলছেন, আক্রান্তদের মধ্যে ৩২ শতাংশই ঢাকার বাসিন্দা। এরপরে রয়েছে যথাক্রমে গাজীপুর, নরসিংদী ও কিশোরগঞ্জ।

বিভিন্ন পরীক্ষাগারে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিনি এই তথ্য জানান। ১৬ই এপ্রিল সারা দেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বাংলাদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ।

তথ্যসূত্রঃ বিবিসি বাংলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *