বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দায়িত্বশীল পৌরশহরের একই পরিবারের দুইজনের নমুনা সংগ্রহ করেছেন। বুধবার দুপুরে খবর পেয়ে স্বাস্থ্যকর্মীরা বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করেন।
গত কয়েকদিন থেকে করোনাভাইরাসের উপস্বর্গ জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যথা দেখা দেয়। তাদের শারিরীক অবস্থার উন্নতি না হওয়ায় পরিবারের সদস্যরা হাসপাতালের হটলাইনে যোগাযোগ করে নমুনা সংগ্রহ করার অনুরোধ করেছিলেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, আমাদের সাথে করোনা উপস্বর্গের সাথে মিল দেখে পরিবারের লোকজন যোগাযোগ করেন। আমরা তাদের দুই জনের নমুনা সংগ্রহ করে সিলেট পাঠিয়েছি। এ পর্যন্ত ৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আগের চারজনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। আজ থেকে নমুনা সিলেট পাঠানো হচ্ছে।তিনি জানান প্রথম ব্যক্তির নমুনা ফলাফল নেগেটিভ এসেছে।