বিয়ানীবাজারের কুড়ার বাজার ইউনিয়ন এর লাউঝারী গ্রামের দরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের ১৫০ টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় ৪ লক্ষ টাকা। লাউঝারী গ্রামের প্রবাসীরা পুরো টাকা অর্থায়ন করে। বৃহস্পতিবার (২৩এপ্রিল) লাউঝারী গ্রামে এল.বি.ইউ অফিস এর সামনে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের শুরু হয় সকাল ১১ ঘঠিকা থেকে।


এসময় সামাজিক দুরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন লাউঝারী ব্রাদারহুড ইউনিটির শাহিন আহমেদ , নাহিদ খান, তানভীর আহমেদ , রাসেল আহমেদ, সিপন আহমেদ ,সাবলু আহমেদ ,মাফুজ আহমেদ, রেহান আহমেদ, আফসার আহমেদ, কামরুল ইসলাম সুজন, জুয়েল রানা, মিজান আহমেদ,জামিল আহমেদ, আবিদুল ইসলাম শাওন, সুজন আহমেদ, সামাদ প্রমুখ ।

লাউঝারী ব্রাদারহুড ইউনিটির বিতরণকৃত খাদ্যসামগ্রীর প্রত্যেক প্যাকেটে ছিল ১৫ কেজি চাল, ৫ কেজি পেঁয়াজ, ৩ কেজি চানা, ৩ লিটার সয়াবিন তেল, ২ কেজি ডাইল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, আধা কেজি খাজুর, ২০০ গ্রাম মরিছ, বাখর, হলুদ, দুধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *