কোনাশালেশ্বর যুব কল্যাণ সংস্থার উদ্যোগে দেলওয়ার আহমেদ চৌধুরী অর্থায়নে খাদ্য সামগ্রী আজ (৪ এপ্রিল) শনিবার দুপুরে বিতরণ করা হয়েছে।
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এমন সংকটাপুর্ণ মুহুর্তে কোনাশালেশ্বর গ্রামে হোম কোয়ারেন্টাইনে থাকা সাধারণ খেটে খাওয়া কর্মহীন মানুষের কথা বিবেচনা করে কোনাশালেশ্বর যুবকল্যাণ সংস্থার একঝাঁক স্বপ্নবাজ উদ্যামী তরুণদের সার্বিক সহযোগিতায়, রোটারি ক্লাব অব সিলেট স্টার এর চার্টার মেম্বার ও নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা শাখার সম্মানিত সদস্য দেলওয়ার আহমেদ চৌধুরীর অর্থায়নে কোনাশালেশ্বর গ্রামের হত দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ সম্পূর্ণ।
কোয়ারেন্টাইনে থাকা সাধারণ খেটে খাওয়া মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন দেলওয়ার আহমেদ চৌদুরী, কোনাশালেশ্বর যুব কল্যাণ সংস্থার সভাপতি ফাহাদ আহমেদ, সহ সভাপতি মোকাব্বির সিদ্দিকী আজিব, সেক্রেটারি ফজলে শফি চৌঃ (রিয়াদ), সাংগঠনিক সম্পাদক সালমান ছিদ্দিকী, কোষাধ্যক্ষ মৃদুল পাল, অর্থ সম্পাদক মোঃকামরান হোসেন এবং সদস্য সাগর, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইমরান সিদ্দিকী পাভেল, মারজান আহমেদ চৌধুরী, সালমান আহমদ, তানভীর আহমেদ, রায়েল আহমেদ প্রমূক।