করোনায় যখন সমস্ত পৃথিবী নিস্তেজ হওয়ার উপক্রম তখন মহান প্রভুর রহমতের ভান্ডার নিয়ে হাজির রমজান শরীফ ।

রহমত বরকত মাগফেরাতের পয়গাম নিয়ে হাজির হলে রমজান । কোরআন নাজিলের মাসে বান্দার দোয়া কবুল হওয়ার মুখ্যম সময় । তা হয়ত মুসলীম বিদ্বেষী আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প বুজতে পেরে তার সংবাদ সম্মেলনে মুসলমানদের উদ্দেশ্য করে বলেন – এই রমজান মাসে মুসলমানরা যেন তাদের প্রভুর কাছে চোখের পানি ফেলে দোয়া করে ।

মুসলমানদের চোখের পানি তাদের রবের কাছে খুবই প্রিয় । তাদের দোয়ায় হয়ত আমরা এই মহামারি করোনা থেকে মুক্তি পেতে পারি।

ট্রাম্প রমজানের শুভ্চ্ছা জানাতে গিয়ে এই কথাগুলো বলেন । ছবিতে নিউইয়র্কের রাস্তায় এম.টি.এ. র বাসে রমজানের শুভেচ্ছা বার্তা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *