ইবাদুর রহমান জাকির প্রতিনিধি:
বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসের কারণে নিজের নিরাপত্তা নিয়ে শংঙ্কিত সব পেশার মানুষ। পেশাগত দায়িত্ব পালনে অনেকেই আতঙ্কিত। বিশেষ করে প্রশাসন এই কঠিন পরিস্থিতিতে, মৌলভীবাজার বঙ্গবন্ধু মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পারসোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট-)পিপিইসহ হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড গ্লাভস প্রদান করা হয়, এগুলো গ্রহণ করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ পিপিএম (বার)।

সোমবার (২৭ এপ্রিল) দুপুর ২ টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকবর আলী, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাকিবুল হাসান রাজিব,সভাপতি বঙ্গবন্ধু মানব কল্যাণ সংস্থার মিজানুর রহমান, উজ্জ্বল আহমদ সভাপতি হামরকোনা বয়েস ক্লাব, লিলু মিয়া,কালাম মিয়া, তারেক আহমেদ, কাওসার আহমেদ,হাসান আহমেদ সহপ্রমুখ।


এবিষয়ে বঙ্গবন্ধু মানবকল্যাণ সংস্থা সভাপতি মিজানুর রহমান বলেন- করোনার মধ্যে আমাদের দেশের সবচেয়ে বেশি ঝুকির মধ্যে কাজ করছে পুলিশ, এইদিক বিবেচনা করে বঙ্গবন্ধু মানবকল্যান সংস্থার প্রধান উপাদেষ্টা সাইফুর রহমান ভাইর পক্ষ থেকে মৌলভীবাজার জেলা পুলিশ সদস্যদের কিছু পিপিই প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *