বৈরাগীবাজার নিউজ ডটকম এর উপদেষ্টা যুক্তরাষ্ট্র প্রবাসী আনোয়ার হোসেন বাবর এর ভাতিজী বৈরাগীবাজার এলাকার কৃতি সন্তান বাংলাদেশী বংশভুত যুক্তরাজ্যের নাগরিক শাহরিমা হোসেন Imperial college health care( Nhs Trust) প্রতিষ্ঠানটিতে জীবনের ঝুকি নিয়ে করোনা রোগীদের সেবা করে যাচ্ছে। ছোট বয়স থেকেই মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার ইচ্ছা পোষণ করে আসা শাহরিমা হোসেন এই কাজটি অত্যান্ত দক্ষতা এবং আন্তরিকতার সহিত করে যাচ্ছে এবং এমন মহৎ কাজটি করতে পেরে নিজেকে ভাগ্যমান মনে করছেন। সে সবার কাছে দোয়া চেয়েছে এমন সেবামূলক কাজ যেন সারা জীবন করে যেতে পারে। আমরা তার এই কাজের জন্য অভিনন্দন জানাচ্ছি এবং দোয়া করি আল্লাহ তাকে হেফাজত করেন। মহামারি করোনার রোগীরা তার সেবা পেয়ে সুস্থ হয়ে উঠে এই দোয়াও করি আল্লাহর কাছে।

উল্লেখ্য শাহরিমা সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজার এলাকার সড়ক ভাংণী গ্রামের যুক্তরাজ্য প্রবাসী দেলোয়ার হোসেন ও স্বপ্না বেগমের প্রথম সন্তান। শাহরিমা পরিবারিক ভাবে একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান।