সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মাথিউরা পশ্চিমপারের অধিবাসী সৈয়দ উদ্দীন খান (৮৫) রবিবার ভোর রাতে লন্ডনের নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সভাপতি শিল্পপতি সামসুদ্দিন খান ও এবি মিডিয়া গ্রুপের পরিচালক শিল্পপতি মোসলেহ উদ্দীন খানের বড়ভাই।

তিনি বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ৪পুত্র, ২ কন্যা, ৩ ভাই ও ৪ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শোক : বাংলাদেশ আওয়ামী লীগের সহ সভাপতি, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এক শোক বার্তায় বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সভাপতি শিল্পপতি সামসুূদ্দীন খান ও এবি মিডিয়া গ্রুপের পরিচালক শিল্পপতি মোসলেহ উদ্দীন খানের বড়ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি মরহুমের আম্তার প্রতি শান্তি কামনা ও শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

পৃথক বার্তায় শোক প্রকাশ করেছেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক মাকসুদুল ইসলাম আউয়াল, পৌর মেয়র মোঃ আব্দুস শুকুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *