মৌলভীবাজারের বড়লেখায় অঘোষিত লকডাউনে কাজকর্ম বন্ধ থাকায় বিপাকে পড়া গরিব ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে হিলফুল ফুযুল ইসলামী সমাজ কল্যাণ পরিষদ হলদিরপার।
হিলফুল ফুযুল ইসলামী সমাজ কল্যান পরিষদ হলদিরপার এর উদ্যোগে ও হিলফুল ফুযুল এর (সহ-সভাপতি) আবুল কালাম মাকু ও (সহ-সাধারণ সম্পাদক) আল মামুন এ’র সার্বিক সহযোগিতায়, আব্দুল হান্নান এর তত্ত্বাবধানে গ্রামের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ফ্রিতে সবজি বিতরণ করা হয়।
শুক্রবার (২৪ শে এপ্রিল) হিলফুল ফুযুল ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এর দায়িত্বশীল ও সদস্য বৃন্দ সকলের ঘরে ঘরে পৌঁছে দেন।
এবিষয়ে হিলফুল ফুযুল এর প্রদান উপদেষ্টা ও তত্ত্বাবধায়ক আব্দুল হান্নান বলেনঃ- মানুষ মানুষের জন্য বর্তমানে পরিস্থিতিতে হিলফুল ফুযুল পরিবার তাদের সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর প্রতেষ্টা অব্যাহত রয়েছে। আপনারা ও আপনাদের সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ান।