জেলেদের জন্য সরকারি বরাদ্দের চাল চুরির কথা প্রশাসনকে জানানোয়’ সাংবাদিকের উপর হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতার সেই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম খবর প্রকাশ করলে তা ভাইরাল হয়; সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলে।
বুধবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলা সড়কের ওই আওয়ামী লীগ নেতার বাসভবন থেকে তার ছেলেকে গ্রেপ্তার করে ভোলা আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার নাবিল বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বড় মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম হায়দারের ছেলে এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রলীগ করেন।
এ ঘটনায় আহত সাংবাদিক সাগর চৌধুরী স্থানীয় অনলাইন পোর্টাল ডব্লিউ ৩৬০ ডিগ্রির সম্পাদক ও প্রকাশক।
বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক জানান, বুধবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমানের নেতৃত্বে বোরহানউদ্দিন থানা পুলিশ ও ডিবি পুলিশের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলা সড়কের বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে ভোলা আদালতে পাঠানো হয়েছে।
জেলেদের সরকারি সাহায্যের চাল চুরির অভিযোগ করায় এ হামলা চালানোর কথা এক ভিডিও বার্তায় জানিয়েছেন আহত সাগর চৌধুরী।
হামলার ফেইসবুক লাইভ ভিডিওতে দেখা যায়, সাংবাদিক সাগর চৌধুরীর শার্টের কলার ধরে ‘মোবাইল চুরির ও ছিনতাই’ করার অপবাদ দিয়ে নাজেহাল করছেন আওয়ামী লীগ নেতার ছেলে নাবিল।
গত মঙ্গলবার সকালে উপজেলা সদরের রাজমনি সিনেমা হলের সামনে নির্যাতনের এ ঘটনা ঘটে।
তথ্যসূত্রঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম