সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার পূর্ব মুড়িয়ায় পবিত্র রমজান উপলক্ষ্যে শেয়ার এন্ড কেয়ার এইড ইউকে’র অর্থায়নে যুক্তরাজ্য প্রবাসী মুড়িয়ার সন্তান ইমাম আব্দুল মালিক আল মহসিনের উদ্যোগে এবং পূর্ব মুড়িয়া সোস্যাল অর্গানাইজেশনের ব্যাবস্থপনায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১০টি গ্রামের শতাধিক পরিবারের মধ্যে এ বিতরণ (চাল, ডাল, পিঁয়াজ, রসুন, আলু, তৈল) ইত্যাদি পণ্য করা হয়।

উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মুড়িয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুল কুদ্দুছ, সারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওঃ ইসলাম উদ্দিন, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী কমিউনিটি নেতা মো. আব্দুল আলিম, বিয়ানীবাজার মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা নজরুল ইসলাম, আজিম উদ্দিন এবং পূর্ব মুড়িয়া সোস্যাল অর্গানাইজেশন ও আভঙ্গী ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যবৃন্দ।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন সারা বিশ্ব যখন লক ডাউন কর্মহীন মানুষ গৃহবন্দী লাশ মিছিল বাড়ছে বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সাড়ী দীর্ঘ হচ্ছে নিম্নও মধ্য আয়ের গৃহে পৌছে দিলো কেয়ার এইড ইউকে সংগঠন মাহে রামাজনের খাদ্য উপহার পূর্ব মুড়িয়া সোস্যাল অর্গানাইজেশন ব্যাবস্থাপনায়। প্রতি বছরের ন্যায় শেয়ার এন্ড কেয়ার এইড ইউকে সংগঠনের মাধ্যমে মুড়িয়া ইউনিয়নের কৃতি সন্তান ইমাম আব্দুল মালিক আল মহসিন অসহায়-দুস্তদের মাঝে তার সহায়তা প্রদান করে যাচ্ছে।

শেয়ার এন্ড কেয়ার এইড ইউকে’র ফাউন্ডার ইমাম আব্দুল মালিক আল মহসিন ভিডিও কলের মাধ্যমে বলেন, আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতায় এখন সামগ্রী দিতে পেরে আমি আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি। ইন্শাআল্লাহ আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। যারা বিভিন্নভাবে এ সংগঠনের কাজে সহযোগিতা প্রদান করছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *