বিশ্বেব্যাপী করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারী আকারে ছড়িয়ে পড়েছে, বাংলাদেশে এই রোগের সংক্রিত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে প্রতিদিন দেশে ৪০০/৫০০ রোগী শনাক্ত হচ্ছে, করোনাভাইরাস ছোঁয়াছে রোগ হওয়ায় বিপাকে পড়েছেন ডাক্তাররা। তাদের সুরক্ষা নিশ্চিত করা না গেলে চিকিৎসা দেওয়া অনেক কঠিন হয়ে যাবে।
ডাঃ আব্দুর রহমান বেশ কিছু দিন যাবত বৈরাগী বাজারে রোগী দেখেন নাই। উনি বলেন, খুব অসুস্থতার জন্য আমি হোম কোয়ারেন্টাইনে ছিলাম ১৪ দিন, পরে সুস্থ হওয়ার পরও করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় সিলেটে লকডাউন হলে নিয়মিত চেম্বারে যাওয়া সম্ভব হয়নি। তাছাড়া সময়মতো পিপিই সহ অন্যান্য সুরক্ষা সরঞ্জাম না পাওয়া ও একটা বড় বিষয় ছিল। এখনও সিলেট থেকে নিয়মিত গাড়ী পাওয়া যায়না। বৈরাগীবাজারের আলী ফার্মেসীতে প্রতি শুক্রবার ও মঙ্গলবার দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত রোগী দেখবেন বলে জানান।